ছবি: গ্লোবাল টিভি
রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেন বাদ পড়েছেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেয়ায় কুড়িগ্রামের সব জায়গায় উৎসব-আমেজ শুরু হয়েছে। রাজীবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থানে আতশবাজি ফোটানোসহ মিষ্টি বিতরণও করা হয়। পরে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতাকর্মী জানান, প্রতিমন্ত্রী হওয়ার পরই বদলে যান জাকির হোসেন। ত্যাগী নেতাকর্মীদের দূরে রেখে নিজের স্বার্থে নিজের লোককে সঙ্গে রাখতেন। নামে-বেনামে সম্পদ করেছেন। রৌমারী উপজেলার ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরা খুশি তাকে মনোনয়ন না দেয়ায়। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনেও বিতর্কের সৃষ্টি করেন জাকির হোসন।
রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু বলেন, এমপি হওয়ার পর জাকির হোসেন জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। নেতাকর্মীদের খোঁজ নিতেন না। কিছু সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে চলতেন।