ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ | ১৯ আশ্বিন ১৪৩১ | ০ রবিউস সানি ১৪৪৬

বরিশালে নির্যাতনের শিকার মহিলা আওয়ামী লীগ নেত্রী

বরিশালে নির্যাতনের শিকার মহিলা আওয়ামী লীগ নেত্রী

ছবি: গ্লোবাল টিভি

মজিবর রহমান নাহিদ, বরিশাল: বরিশালে মহিলা আওয়ামী লীগের এক সভানেত্রীকে নির্মমভাবে নির্যাতন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।  রবিবার ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড রাকুদিয়া গ্রামের আব্দুল জব্বার, হালিম হাওলাদার ও নিপু হাওলাদার দেশের বিভিন্ন স্থানে ডাকাতি-ধর্ষণসহ নানা অপকর্ম করে বেড়ায়। তাদের এসব অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে দীর্ঘদিন ধরে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সাবেক ইউপি সদস্য ও দেহেরগতি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফা ইয়াসমিন। এর জের ধরেই রবিবার দেশীয় অস্ত্র নিয়ে নিলুফা ইয়াসমিনের উপর নির্মম নির্যাতন চালায় ওই সন্ত্রাসী বাহিনী। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি বলেন, আমার উপর যারা নির্যাতন চালিয়েছে, তারা ডাকাতি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বরিশাল রেঞ্জের ডিআইজি, র‌্যাব-৮ অধিনায়ক ও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কাছে এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল গ্লোবাল টেলিভিশনকে জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।