ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

যুক্তরাজ্যে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও চাকুরি

যুক্তরাজ্যে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও চাকুরি

ছবি: গ্লোবাল টিভি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে প্রশিক্ষণ ও যুক্তরাজ্যে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও চাকুরির সম্ভাব্য সুযোগের পরিপেক্ষিতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস), এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওইটি অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে অকুপেশনাল ইংলিশ টেস্ট (ওইটি)-এর উপর এক সেমিনার বিসিপিএস ক্যাম্পাস মহাখালীতে অনুষ্ঠিত হয়।  

আজ সোমবার  অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিসিপিএস এর সভাপতি প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর আবুল বাশার মোঃ জামাল, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান প্রফেসর কাজী তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া এবং এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর শাহীন রেজা।

ওইটির রিজিওনাল ডাইরেক্টর টম কেনান কী-নোট উপস্থাপন করেন। এডুকেশনাল স্পেশিয়ালিস্ট প্রকৃতি দাস তার মাল্টিমেডিয়া প্রেজেন্টেশনে ওইটি পরীক্ষা প্রস্তুতির উপর আলোকপাত করেন। অনুষ্ঠানট সঞ্চালনা করেন বিসিপিএস-এর সহকারী পরিচালক -প্রশাসন, মোহাম্মদ কামাল হোসেন। 

সেমিনারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগটি বিসিপিএস ফেলোদের পেশাগত উৎকর্ষ সাধনে ও আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা অর্জনে ভুমিকা রাখবে। 

সেমিনারে জানানো হয়, বিসিপিএস ফেলোদের ইউকে প্রশিক্ষণে অংশগ্রহণের অন্যতম পূর্বশর্ত ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য ওইটি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এবং পরীক্ষায় অংশগ্রহণে সকল সহায়তা দেয়া হবে। 

উল্লেখ্য, বিসিপিএস ও যুক্তরাজ্যের কেমব্রিজ মেডিকেল স্কুলের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক বিসিপিএস ফেলো যুক্তরাজ্যে প্রশিক্ষণ ও NHS হসপিটালে চাকুরীর সুযোগ পাবেন।