ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

১৪ মাস ২৩ দিন পর কারামুক্ত জবি ছাত্রী খাদিজা

 ১৪ মাস ২৩ দিন পর কারামুক্ত জবি ছাত্রী খাদিজা

ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ)  মামলায় গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা ১৪ মাস ২৩ দিন পর কারামুক্ত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। 

কারাগার থেকে বেরিয়ে খাদিজা সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। অন্যায়ভাবে আমাকে প্রায় ১৫ মাস জেল খাটতে হয়েছে।’

রবিবার সন্ধ্যায় খাদিজার জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছায়। কিন্তু রাতে তাকে মুক্তি দেয়া হয়নি। খাদিজার বড় বোন সিরাজুম মুনিরা বলেন, রবিবার রাত ১১টা পর্যন্ত আমরা অপেক্ষা করে ফিরে যাই।

অনলাইনে ‘সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা’র অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। মামলার অভিযোগপত্র দেয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করা হয় খাদিজাকে।