ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার তারিখ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বৈঠক হয়েছে।

এই বৈঠকের পরই কবে ভোটের তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ইসি সচিব জাহাংগীর আলম বুধবার জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইসি নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করবে।