ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

ছবি: সংগৃহীত

ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন নার্সরা। রবিবার ১ ( অক্টোবর) সকাল ১০টা থেকে হাসপাতালে সেবা দান বন্ধ করে দেয় ইন্টার্ন নার্সরা।

ইন্টার্ন নাসদের অভিযোগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে কর্মরত আছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বাসা ভাড়া, যাতায়াত খরচসহ নানা কারনে ইন্টার্ন নার্সদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। বাড়ি থেকে টাকা এনে অনেকের পক্ষেই ইন্টার্নশীপ করা সম্ভব নয়। ইন্টার্নদের লগবুকে ভাতার কথা উল্লেখ থাকলেও ভাতা বরাদ্দ দেওয়া হয়নি। বাধ্য হয়েই কর্মবিরতিতে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না ইন্টার্ন নার্সরা।