ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

বরগুনায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ছবি: গ্লোবাল টিভি

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন বরগুনা শাখার উদ্যোগে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করেন তারা। 

সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন বরগুনা শাখার সভাপতি ইসরাত জাহান মিতু বলেন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স পাস করে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছেন তারা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএন-এমসি) প্রদত্ত লগবুকে ইন্টার্ন ভাতার উল্লেখ থাকলেও তারা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছেন না । 

তারা ভাতার দাবি করে বিএনএমসি এবং ডাইরেক্টরেট জেনারেল অব নার্সিং এন্ড মিডওয়াইফারি (ডিজিএনএম) এ বার বার আবেদন জানিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে কোনো সমাধান পাননি। তাই তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত তাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে বলে সভায় ঘোষণা দেন। এরপর তারা বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।