ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

নওগাঁয় ইন্টার্ন নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নওগাঁয় ইন্টার্ন নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: গ্লোবাল টিভি

কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁয় ইন্টার্ন ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লামা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা।
 
রবিবার (১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ৭৫ জন ইন্টার্ন নার্স এই কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি ছাড়াও সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিপ্লোমা ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সহসভাপতি তানজিলা আক্তার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্নসম্পাদক নাফিসা তাবাসসুম, সাংগঠনিক সম্পদক ফারুক ইসতিয়াক আহমেদসহ প্রমুখ বক্তব্য রাখেন। 

নওগাঁ জেলা শাখার সহসভাপতি তানজিলা আক্তার বলেন, আমাদের সপ্তাহে দুই দিন করে মর্নিং, ইভিনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে।