ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন

মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন

ছবি: গ্লোবাল টিভি

মেহেরপুর প্রতিনিধি:‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসংখ্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। একটি রাষ্ট্রকে উন্নত করতে হলে সরকারের স্থায়িত্ব হতে হয় দির্ঘদিনের।’ আজ রবিবার দুপুরে  মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রশাসণ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন। 

প্রধান অতিথি থেকে জনপ্রশাসণ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফলক উম্মেচন করে মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভোবনের উদ্ভোধন করেন। এ সময় গাংনী-২ আসনের এমপি শাহিদুজ্জামান খোকন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়র, মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন, বিআরটিসি ডিপো ম্যানেজার অপারেশন মোশারফ হোসেন সিদ্দিকী, আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান শেষে মুজিবনগর টু  টুঙ্গীপাড়া রুটে বিআরটিসি এসি ও  ননএসি পরিবহনের উদ্বোধন করেন তিনি।