ছবি: গ্লোবাল টিভি
আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ঘুমধুম ইউপির তুমব্রু বিওপির বিজিবি ক্যাম্পের) টহল দল পিলার-৩৪ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে আটক করে।
অধিনায়ক (৩৪ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।