ছবি: গ্লোবাল টিভি
নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রমধর্মী নাম নিয়ে সাংবাদিকদের নতুন একটি সংগঠন ‘ক’ পরিবার যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার অস্থায়ী কার্যালয়ে এক সভায় ‘ক পরিবারের’ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্যবার্তার বার্তা সম্পাদক মো. শহীদ রানা সভাপতি ও দৈনিক এশিয়া বাণীর নিজস্ব প্রতিবেদক মো. নাজমুল হাসান রাজ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গ্লোবাল টেলিভিশনের ইমরানুল আজিম চৌধুরী ইমু প্রচার সম্পাদক ও মিঠুন সরকার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
দৈনিক আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার এস এম সাঈফ আলী ‘ক’ পরিবারের মুখপাত্র হিসেবে রয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় ক পরিবারের সদস্য সমীরণ রায়, শাজাহান সাজু, এফ রহমান রূপক, মেহেদী হাসান, সুশান্ত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি দৈনিক মুসলিম টাইমসের নূরে আলম সিদ্দিকী মুরাদ, সহসভাপতি দীপা ঘোষ রীতা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, অর্থ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসাইন, দফতর সম্পাদক মুনসুর আহমেদ, কল্যাণ সম্পাদক ওলিউদ্দীন আহমেদ মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস জেড সি রাজিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম রাসেল আহমেদ, আপ্যায়ন সম্পাদক পাবেল তারেক দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নাসিমা আক্তার সোমা, জাওহার ইকবাল খান, শাজাহান স্বপন, রফিকুল ইসলাম সুজন, আরেফিন আকাশ, শেখ মো. হাফিজ, নির্মল বর্মন দায়িত্ব পেয়েছেন।