ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ফেসবুকের লোগোতে পরিবর্তন!

ফেসবুকের লোগোতে পরিবর্তন!

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক তাদের লোগোতে পরিবর্তনেএনেছে। নতুন লোগোতে তুলনামূলকভাবে গাঢ় নীল রঙ যোগ করা হয়েছে। 

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা দাবি করছে, নতুন লোগো আগের চেয়েও প্রাণবন্ত। খালি চোখে লোগোর এই পরিবর্তন সবার কাছে নাও ধরা পড়তে পারে। ফেসবুকের পুরনো নীল রঙের লোগোর চেয়ে এটি ভালো অনুভূতি দেবে। পরিবর্তিত লোগোতে আগের ‘এফ’ অক্ষরটি আগের বেশি স্পষ্ট দেখাবে। 

এ বিষয়ে ফেসবুকের নকশা বিভাগের পরিচালক ডেভ এন বলেন, ‘নতুন লোগো যেন প্রাণবন্ত ও মার্জিত হওয়ার পাশাপাশি ব্যবহারকারীর কাছে পরিচিত মনে হয়, তা-ও নিশ্চিত করতে চেয়েছি আমরা’। সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকবার লোগো বদলেছে ফেইসবুক। এর মধ্যে রয়েছে বর্গাকৃতির সীমানা থেকে শুরু করে হালের বৃত্তাকার নকশাটিও।