ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

সোনাগাজীতে ঘর উপহার পেলেন দরিদ্র শিরিন

সোনাগাজীতে ঘর উপহার পেলেন দরিদ্র শিরিন

ছবি: গ্লোবাল টিভি

ফেনী প্রতিনিধি: সম্প্রতি কবি আলাউদ্দিন আদর অসহায় শিরিনের ছোট্ট দুই সন্তান নিয়ে তার দূর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র রিকশা চালকের স্ত্রী ও দুই শিশুর মানবেতর জীবনযাপন নিয়ে আদরের পোস্টটি ১৭ জুন চিত্র সাংবাদিক দুলাল তালুকদারের দৃষ্টিগোচর হলে তিনি ইউনাইটেড ট্রাস্টকে অবহিত করেন। 

এরপর ইউনাইটেড ট্রাস্ট ফেনীর কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সল ভূঁইয়া শিরিনের ছোট  দুইটি বাচ্চার জন্য একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এর কিছুদিন পরেই শিরিনের জন্য বাড়ির কাজ শুরু হয়। 

গত শুক্রবার ইউনাইটেড ট্রাস্ট ফেনীর কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়সাল ভূঁইয়া, প্রথম আলো পত্রিকার সোনাগাজী উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন নাহিদ গাজি টিভির ফেনী প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম, নাঙ্গলমোড়া কেবল নেটওয়ার্ক-এর পরিচালক জিয়াউল হক মিলন উপস্থিত থেকে শিরিনকে তার জন্য নির্মিত ঘরটি তাকে বুঝিয়ে দেন।