ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ এজেন্টস ফুটবল টুর্নামেন্ট

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ এজেন্টস ফুটবল টুর্নামেন্ট

ছবি: গ্লোবাল টিভি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): বেনাপোল স্থল বন্দরের ঐতিহ্যবাহী সংগঠন সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেনাপোল বলফিল্ড মাঠে এ খেলায় চ্যাম্পিয়ন হয় কাস্টমস শুল্কায়ন শাখা একাদশ। ডেলিভারী শাখা কে ৪-০ গোলে হারায় তারা। পরে ট্রফি ও নগত অর্থ তুলে দেন পৌর মেয়র নাসির উদ্দীন। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শামছুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।