ছবি: সংগৃহীত
গ্লোবাল ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক এবার তার মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার রাতে এ সংক্রান্ত একটি টুইট করেন তিনি। তিনি বলেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’
ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতে ভালো একটি এক্স লোগো পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।’
টুইটারে মাস্ক একটি ‘এক্সের’ ছবিও প্রকাশ করেছেন। তবে এটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া টুইটারের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করতে চাইলেও তাদের ওয়েবসাইটে লেখা আছে, ‘আমাদের লোগোর নীল পাখিটি সবচেয়ে পরিচয়যোগ্য সম্পদ। এ কারণে এ লোগোটি নিয়ে আমরা রক্ষণশীল।’