ছবি: গ্লোবাল টিভি
মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বৃত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। বুধবার সদর উপজেলার মিরকাদিম পৌরসভা সংলগ্ন স্টেডিয়ামের বৃত্তিপ্রস্তর স্থাপন শেষে খেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদ অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছ উজ্জামান।