ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ছবি: গ্লোবাল টিভি

রাব্বি আহমেদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মোস্তফা (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু ঘটেছে। বুধবার প্রতিবেশি গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গোলাম মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।

জানা গেছে, গোলাম মোস্তফা প্রতিবেশি গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের জন্য ঘরে উঠলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান মাটিতে। স্থানীয় লোকজন তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।