ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

মিরসরাইতে বিএনপি'র মোটরসাইকেল শোভাযাত্রা

মিরসরাইতে বিএনপি'র মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি: গ্লোবাল টিভি

অজয় কুমার দাশ, চট্টগ্রাম: মিরসরাইতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন আরব আমিরাত সফর শেষে দেশে ফিরে আসা উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধুমঘাট ব্রীজ থেকে সোনারপাহাড় এলাকা হয়ে ওসমানপুর ইউনিয়নের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেয়। এর আরে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা নেতৃত্বে ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মোটরসাইকেল শোভাযাত্রা হামলা চালায় বলে অভিযোগ সকরা হয়। এতে জিপশন, দিদার, ফারুক, বাদশা, সাইফুল আহত হন।

পরে আলোচনা সভায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মীরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাননুরুল আমিন। স্থানীয়  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার সভায় উপস্থিত ছিলেন।