ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে প্রেমের ঘটনায় কিশোর হত্যা

কুড়িগ্রামে প্রেমের ঘটনায় কিশোর হত্যা

ছবি: গ্লোবাল টিভি

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রামঃ কু‌ড়িগ্রাম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌ন থে‌কে পঞ্চম শ্রেণি পড়ুয়া সিমিত চন্দ্র (১২) নামের স্কুল শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় অ‌ভিযুক্ত এক কি‌শোর‌কে (১৬) আটক ক‌রা‌ হ‌য়ে‌ছে। 

পুলিশের দাবি, অভিযুক্ত কি‌শোরের সা‌থে এক‌টি মে‌য়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মে‌য়ে‌টির অন‌্যত্র বি‌য়ে হ‌য়ে গে‌ছে। এ নি‌য়ে সি‌মিতসহ অনেকেই ওই কি‌শো‌রকে অপমান করে কথা বল‌লে সে সি‌মিতের গলা বগলদাবা ক‌রে ধ‌রে। এতে শ্বাসরোধ হ‌য়ে সিমিত মারা যায়।

বুধবার (৭ জুন) ভোরে সদর উপজেলার বেলগাছা ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের বেলগাছা গ্রামে এ ঘটনা ঘ‌টে। 

সদর থানার অ‌ফিসার ইনচার্জ এম আর সাঈদ ও বেলগাছা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান লিটন মিয়া এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। রা‌তে গীতা সংঘ অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে এই হত‌্যাকান্ড হ‌য়েছে ব‌লে স্থানীয়দের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

নিহত শিশু  সি‌মিত চন্দ্র বেলগাছা গ্রা‌মের মা‌নিক চন্দ্র ড্রাইভা‌রের ছে‌লে। অ‌ভিযুক্ত কি‌শো‌র (১৬) একই গ্রা‌মের প্রদীপ‌ চন্দ্র দ‌র্জির ছে‌লে। এ ঘটনায় অ‌ভিযুক্ত কি‌শোরের বড় ভাই ও বাবা‌কে থানায় নিরাপত্তা হেফাজতে নি‌য়ে‌ছে পু‌লিশ।