ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

দোয়ারাবাজারে শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা: মানববন্ধন ও প্রতিবাদ সভা

দোয়ারাবাজারে শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা: মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক-দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির খোকার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার খলিল মার্কেটে  মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের ভুক্তভোগী ওই শিক্ষিকা, শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী। 

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফেনীর সিরাজ উদ দৌলা ও নুসরাতের প্রসঙ্গে বলেন, আমরা খবরের শিরোনাম হতে চাইনি এতদিন। তাই এতদিন চুপ থেকেছি। কিন্তু আর না। তিনি বিভিন্ন সময়ে আমাদের শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেন। আমরা তার দ্রুত অপসারণের দাবি করছি।

 প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আলী আহমদ। বক্তব্য দেন লিয়াকতগঞ্জ বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, সমাজসেবক তৈয়ব আলী রতন, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, আবুল হোসেন, ডাঃ আসাম উদ্দিন,মহসিন আলী,আব্দুল খালেক, ইসলাম উদ্দিন।