ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

কুষ্টিয়ায় যায়যায়দিনের ১৮ বছর পূর্তি পালন

কুষ্টিয়ায় যায়যায়দিনের ১৮ বছর পূর্তি পালন

ছবি: গ্লোবাল টিভি

সনি আজিম, কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাব আব্দুর রাজ্জাক মিলনায়তনে যায়যায়দিনের ১৮ বছর পূর্তি পালন করা হয়। 

মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানে যায়যায়দিন কুষ্টিয়া সদর প্রতিনিধি সনি আজিমের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জহুরুল ইসলাম, প্রথম আলোর তৌহিদী হাসান, যুগান্তরের যুবায়েদ রিপন, এখন টিভির সোহেল পারভেজ, মুন্সী শাহিন আহমেদ জুয়েল, রবিউল ইসলাম হৃদয়, কোহিনুর ইসলাম, হারুন,  মেজবা উদ্দিন পলাশ, আমিন হাসান, আলেক চাঁদ প্রমুখ।