ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

শার্শায় স্কুলের গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শার্শায় স্কুলের গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: গ্লোবাল টিভি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় জামগাছ থেকে পড়ে আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্বরে ঘটনাটি ঘটেছে।

নিহত আরাফাত হোসেন উপজেলার সামটা গ্রামের প্রবাসী আনারুল ইসলামের ছেলে। সে জাতলা ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে বাগআঁচড়া ইউনিয়নের ৯ নম্বর সামটা ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে অবস্থিত গাছে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। মাথায় ও বুকে আঘাত পেয়ে ও প্রচণ্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দিলে পথেই তার মৃত্যু হয়।