ছবি: গ্লোবাল টিভি
কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁয় মহাদেবপুর ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তবে নিহতাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে সিএনজির ড্রাইভারসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, দুপুর ১টা ১০মিনিটে একে একে সিএনজির ভিতর থেকে চালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।