ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা: ২৪ শিক্ষার্থী আটক

ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা: ২৪ শিক্ষার্থী আটক

ছবি: গ্লোবাল টিভি

জিকু হাসান, ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুল ও কলেজে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়ায় ২৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার শহরের বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজ ফাকি দিয়ে বিভিন্ন বিনোদনের পার্কসহ বিভিন্ন রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আড্ডাবাজি বন্ধ করতে ও বখে যাওয়া শিক্ষার্থীদের স্কুল ও কলেজমুখি করতে  এ অভিযান অব্যহত থাকবে। পরে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।