ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

শিবচরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: গ্লোবাল টিভি

এম এ কাইয়ুম, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে ফাতেমা আক্তার (২৫) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালু মুন্সির কান্দী গ্রামের নুরু শেখের ছেলে আবুল হোসেনের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরহেদটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  ঘটনার পর থেকে নিহতের স্বামী আবুল হোসেন পলাতক রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ মাঝিকান্দী গ্রামের ইমদাদুল শিকদারের মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয় একই উপজেলার  কুতুবপুর ইউনিয়নের কালু মুন্সির কান্দি গ্রামের নুরু শেখের ছেলে আবুল হোসেনের সাথে। বিয়ের পর থেকে আবুল হোসেন স্ত্রীকে বাপের বাড়ি থেকে বিভিন্ন সময় টাকা আনার জন্য চাপ দিতে থাকে। আবুল হোসেন পেশায় দর্জির কাজ করেন। স্ত্রীকে দিয়ে একাধিক এনজিও থেকে টাকা উত্তোলন করে যথা সময় কিস্তির টাকা পরিশোধ না করে  উল্টো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে কিস্তি পরিশোধ করতে বলে। এই নিয়ে সংসারে কলহ লেগেই  থাকতো। ফাতেমার হাফসা নামে ৬ বছরের এক মেয়ে ও হামজা নামে ৬ মাসের এক ছেলে রয়েছে।

এঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করে নিহতের পরিবার।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা।