ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

সবাইকে নৌকার ছায়াতলে আসার আহব্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

সবাইকে নৌকার ছায়াতলে আসার আহব্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

ছবি: গ্লোবাল টিভি

রাব্বি আহমেদ, মেহেরপুরঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, দেশের একটি দলের কর্মীরা নৌকায় ভোট দেননি। তারা সাধারণ মানুষকে নৌকায় সীল মারা থেকে বিরত রাখতে পারেননি। তাদের ভোটেই আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সে কারণেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে মানুষ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকার ছায়াতলে আসার আহব্বান জানাই। 

আজ শনিবার সকালে সদর উপজেলার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। তাদের উন্নত শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে এ দেশটিকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি কাজী শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।