ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরে একসাথে ৩ সন্তান জন্মের পর বাচ্চাদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় তাদের বাবা-মা। গার্মেন্টস কর্মী মা উম্মে কুলসুম বিয়ের সাড়ে ৬ বছর পর প্রথম এই দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন। গরীব অসহায় হওয়ায় তারা বাচ্চা তিনটি বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন গার্মেন্টস কর্মী বাবা।
কুলসুম-মিজান দম্পতি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার বাসিন্দা। দম্পতি দুজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকুরী করেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা উম্মে কুলসুমকে বৃহস্পতিবার (১৮ মে) রাতে ভর্তি করেছিলেন স্বামী মিজান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, কুলসুমে গর্ভে তিন সন্তান। শুক্রবার সকাল সাড়ে ৬টায় উম্মে কুলসুম অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন। এতে মা কিছুটা ভালো থাকলেও নবজাতকেরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. সিদ্দিকা সুলতান কুইন।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সুরাইয়া বলেন, প্রসবজনিত সমস্যা নিয়ে গাইনি বিভাগে ভর্তি হয়েছিলেন উম্মে কুলসুম। প্রসবের আরও দুই মাস বাকি ছিল। নির্দিষ্ট সময়ের আগে তাঁর প্রসবব্যথা শুরু হলে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম হয়।