ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১ | ৭ শা‘বান ১৪৪৬

বিএনপি ক্ষমতায় এলে মানুষের উন্নয়ন হয় না: ডা. লিপি

বিএনপি ক্ষমতায় এলে মানুষের উন্নয়ন হয় না: ডা. লিপি

ছবি: গ্লোবাল টিভি

ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নয়ন হয় না। শুধু উন্নয়ন হয় তাদের নিজেদের। আর অত্যাচার-নির্যাতনতো আছেই, এটা বলে শেষ করা যাবে না।

তিনি বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আমরা জনগণের কথা ভাবি। আমাদের নেত্রী জনগণের উন্নয়নের কথা ভাবেন। সবকিছুর ঊর্ধ্বে দেশের উন্নয়নের কথা ভাবেন।

শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আমাদের সব বিভেদ দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

জনসভায় বৌলায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।

জনসভা সঞ্চালনা করেন বৌলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।