ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীদের স্কুলব্যাগ উপহার

বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীদের স্কুলব্যাগ উপহার

ছবি: গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ ও পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু, নাছির উদ্দীন, প্রদীপ দে। 

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীদের হাতে  স্কুলব্যাগ তুলে দেন পৌর মেয়র।