ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

বরগুনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বরগুনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ছবি: গ্লোবাল টিভি

হিমাদ্রি শেখর কেশব, বরগুনা:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরগুনায় কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১৭ মার্চ জেলা শহরের বঙ্গবন্ধু কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু,  জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান পুলিশ সুপার মো: আব্দুস ছালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন এবং জেলা আওয়ামী লীগ ছাত্রলী গসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এছাড়াও জেলার ৬টি  উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।