ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৫

ইভিএম পদ্ধতির উপর পুরোপুরি আস্থা রাখছে কমিশন: সিইসি

ইভিএম পদ্ধতির উপর পুরোপুরি আস্থা রাখছে কমিশন: সিইসি

ছবি: গ্লোবাল টিভি

রহিদুল কবির, কক্সবাজার: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কর্মীদের দক্ষতার উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সেজন্যই ইভিএম পদ্ধতির উপড় পুরোপুরিই আস্থাই রাখছে নির্বাচন কমিশন। ৫ শ’র মতো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউই এর বস্তুনিষ্ঠ ত্রুটি দেখাতে পারেনি। শুধু নির্বাচনে পরাজিত হলেই ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থীরা।

শনিবার কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে, ৫০-৮০টি আসনে ইভিএম নিয়ে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে কমিশনের।