ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ১০ শাওয়াল ১৪৪৫

সোনারগাঁওয়ে গজারী গাছসহ গাড়ি আটক

সোনারগাঁওয়ে গজারী গাছসহ গাড়ি আটক

ছবি: গ্লোবাল টিভি

মো.মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমাবার (৬ মার্চ) ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় ফরেস্ট চেক পোস্ট স্টেশনে অবৈধভাবে পরিবহনকৃত গজারী গাছের বল্লিসহ ১টি গাড়ী আটক করা হয়। গাড়িটি ত্রিপল দিয়ে গাছগুলো  ঢাকা ছিলো। এ সময় ফরেস্ট স্টেশনে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে গাড়ি দ থামানোর জন্য  সিগনাল দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে  যায়। 

ঢাকা মেট্রো ড -১১-২৮৪৩ গাড়ীটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন  এলাকা থেকে আটক করা হয়। গাড়িটি থেকে ৬৬ পিস গজারী বল্লি  জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্বে দেন সোনারগাঁও ফরেস্ট চেক পোস্ট  স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার সহাকারী। 

ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সায়েদুল ইসলাম জানান, চালক ও হেলপার গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এএইচ