ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা: নরসিংদীতে সড়ক অবরোধ

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা: নরসিংদীতে সড়ক অবরোধ

ছবি: গ্লোবাল টিভি

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় দীর্ঘ ৬ ঘন্টাব্যাপী অবরোধকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

সংবাদ পেয়ে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদেরকে এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের আশ^াস দিলে উত্তেজিত দলীয় নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকল প্রকার যান চলাচল শুরু হয়। এর আগে সকালে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পর তার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় উত্তেজিত হয়ে শিবপুর উপজেলার প্রধান প্রধান সড়কগুলোসহ ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে হারুনুর রশিদ খানের সমর্থকরা।

তার পরিবারের সদস্যরা জানায়, সকালে ফজরের নামাজ আদায় করে নিজ বাড়িতে ফেরেন। বাড়ির হল রুম থেকে নিজ ঘরে প্রবেশকালে পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে।

শিবপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপরাধীদের খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ। 

ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অপর দিকে, নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন মিয়ার (৪৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন মিয়া ওই গ্রামের হাজী সিরাজ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। 

এএইচ