ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আজ গভীর  শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ পাশে আছে।’

রাষ্ট্রপতি হামিদ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অপর শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এএইচ