ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

দূষিত বাতাসের তালিকায় এখনও শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের তালিকায় এখনও শীর্ষে ঢাকা

ফাইল ছবি

দূষিত বাতাসের শহরের তালিকায় এখনও শীর্ষে রয়েছে ঢাকা। সোমবার সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২৪৬। রবিবার এ সময় শহরে বায়ুদূষণের মান ছিল ২৩০। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। আজ সোমবার একই সময়ে এ তালিকায় ঢাকার পরই আছে ভারতের শহর মুম্বাই (২০৬)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। 

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বায়ুদূষণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে শীর্ষে ঢাকা। আজ সকাল ১০টায় বায়ুর মানের নিরিখে দূষিত তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি (২০৫)। ১৮৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের উহান (১৯১)। চিনের বেইজিং আছে পঞ্চম স্থানে, স্কোর ১৮৫। এরপরই আছে চীনের চেংডু (১৮৩) ও পাকিস্তানের লাহোর (১৭৭)।  

এএইচ