ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

মুন্সিগঞ্জে ‘আলোকনগর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মুন্সিগঞ্জে ‘আলোকনগর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি: গ্লোবাল টিভি

মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ:  কবি ও প্রাবন্ধিক অনু ইসলামের বিক্রমপুর-মুন্সিগঞ্জের প্রাচীন প্রত্নতত্ত্ব ও স্থাপনার ভুমিকা ও আলোকচিত্র শীর্ষক আলোকনগর গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তের হলরুমে মুন্সিগঞ্জ কবি পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানে নে প্রধান অতিথি হিসেবে আলোকনগর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর তপন বাগচী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৃষ্টি প্রকাশনার প্রকাশক কবি বীরেন মূখার্জী,কবি ও গীতিকার গোলাম মোর্শেদ চন্দন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মুন্সিগঞ্জ কবি পরিষদের সাধারণ সম্পাদক কবি সুমন ইসলাম, কবি যাকির সাঈদ, আলোকনগর গ্রন্থের লেখক ও আলোকচিত্রী কবি অনু ইসলাম। 

গ্রন্থটিতে মুন্সিগঞ্জ-তথা বিক্রমপুরের ১৩০টি প্রাচীর স্থাপত্যের আলোকচিত্রসহ তার ভূমিকা ও ইতিহাস তুলে ধরা হয়েছে।

এএইচ