ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট জুনে চালু: ভারতীয় হাইকমিশনার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট জুনে চালু: ভারতীয় হাইকমিশনার

ছবি: গ্লোবাল টিভি

সোহেল রানা বাবু, বাগেরহাট: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কয়লা সংকটে বন্ধ থাকা প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে। এছাড়া সব ধরণের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্লান্ট পরিচালনা করা হচ্ছে। যার কারণে সুন্দরবনের কেন ক্ষতি হবে না বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ, প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডেসহ ইন্ডিয়া হাই কমিশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে বিশ্বের সর্ববৃহৎ নৌ পথ ভ্রমনকারী বিলাশবহুল প্রমোদতরী গঙ্গা বিলাশকে স্বাগত জানানোর জন্য মোংলা বন্দরে যান তিনি।

এএইচ