ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

দিনাজপুরে বিবাহ উৎসব

দিনাজপুরে বিবাহ উৎসব

ছবি: গ্লোবাল টিভি

রাকিবুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরে ইন্সটিটিউট মাঠে ক্রেতা ও দর্শানার্থীদের ভিড়ে জমে উঠেছে ৪ দিনব্যাপী বিবাহ উৎসব ও পণ্য প্রদর্শনী মেলা । নজরকাড়া পোশাক, প্রশাধনী, সুস্বাদু খাবার আর বিভিন্ন সামগ্রী সাজিয়ে মেলায় স্থান পেয়েছে ৪০টি স্টল।

দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ ও ঢোল ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত মেলায় বিশেষ আয়োজনে থাকছে অসহায় এক বাবার মেয়ের বিয়ের আয়োজন। জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রবিবার বিবাহোত্তর সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে মেলা। তাদের দাম্পত্য জীবন সুখের করতে ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ উপহার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি)  রাতে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলয়ার হোসেন। দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মোসলেহা মলির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ,পাটোয়ারি বিজনেস হাউজের ব্যাবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারি মোহন,দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের সাধারন সম্পাদক অমিত রয়।

এএইচ