ছবি: গ্লোবাল টিভি
মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় রডবোঝাই লরির ধাক্কায় মো.নাছিম (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন পথচারী।
নিহত নাছিম রাজধানী ঢাকা রায়েরবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন- নারায়ণগঞ্জের মোগরাপাড় চৌরাস্তা এলাকার শাহজাহান (৪০), রাজধানী ঢাকা রায়েরবাগ এলাকার বাসিন্দা মুকুল হোসেন (৪১) ও অজ্ঞাত পুরুষ (৩৫)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসএম রাশেদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা রডবোঝাই লরি (চট্ট মেট্টো চ ৮১-৩৭০৩) ঢাকার দিকে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ সময় লরির ধাক্কায় এক পথচারী ঘটনার স্থলে মারা যান। গুরুতর আহত হন তিন পথচারী। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে।
এএইচ