ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

দুদকের গণশুনানি

ঘুষ দিলে একজনের জমি অন্যের নামে খারিজ হয় গাজীপুরে!

ঘুষ দিলে একজনের জমি অন্যের নামে খারিজ হয় গাজীপুরে!

ছবি: গ্লোবাল টিভি

বিভিন্ন কাজের জন্য ঘুষ দিতে হয় গাজীপুর ভূমি অফিসের কর্মকর্তাদের। নামজারি (খারিজ), খাজনা, মিস কেস, সীমানা নির্ধারণসহ বিভিন্ন কাজে ঘুষের পরিমাণ ১০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত। ঘুষ দিলে বন বিভাগ বা সরকারি জমি ছাড়াও একজনের জমিও অন্যের নামে খারিজ হয়।

সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে এসব অভিযোগ তুলে ধরেন সেবাগ্রহীতারা। ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও সবচেয়ে বেশি অভিযোগ ছিল ভূমি অফিস নিয়ে। জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক সচিব মাহবুব হোসেন।

এর আগে গণশুনানির জন্য ভুক্তভোগীদের কাছে অভিযোগ আহ্বান করে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়। তাতে সাড়া দিয়ে ভূমি অফিস, শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল, পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ, নির্বাচন অফিস, সিটি করপোরেশনসহ ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ১৬৫টি লিখিত অভিযোগ জমা পড়ে। বাছাই শেষে ৮৬টি অভিযোগের ওপর গণশুনানি হয়। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে জেলার বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে। গণশুনানিতে তাৎক্ষণিক ৮১টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। চারটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং একটির বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

গণশুনানিতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ