ছবি: গ্লোবাল টিভি
মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের দুই দিনের (৩০ ও ৩১ জানুয়ারি) ডাকা দেশের বিভিন্ন কাস্টমস হাউজ ও শুল্ক বন্দরে চলমান কর্মবিরতি সোমবার বিকেলে সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে সোমবার বিকেল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কাজ চলছে স্বাভাবিক ভাবে।
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধন, সিপিসি ও এইচএসকোড সংক্রান্ত ভুলের কারণে শতকরা ২০০ থেকে ৪০০ ভাগ জরিমানা রহিতসহ বিভিন্ন দাবি আদায়ে গত ২১ জানুয়ারি ঢাকায় ফেডারেশনের কার্যালয়ে এক বৈঠকে ৩০ ও ৩১ জানুয়ারি সারা দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে দুই দিন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি চিঠিও পাঠানো হয়। সভায় সংগঠনের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব সুলতান হোসেন খানের সঞ্চালনায় ঢাকা, চট্রগ্রাম, মংলা, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, ভোমরাসহ বিভিন্ন শুল্ক স্টেশনের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মো: আব্দুল জলিল জানান, এনবিআরের রিখিত আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিএন্ডএফ এজেন্টের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় বিকেল ৪টা থেকে পুনরায় বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। বন্দর থেকে পণ্য দ্রুত খালাসে সংশ্লিস্ট বন্দরের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এএইচ