ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জন কর্মসূচী ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জন কর্মসূচী ঘোষণা

ছবি: গ্লোবাল টিভি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দাবী আদায় না হওয়ায় আবারো বাড়ানো হয়েছে আদালত বর্জন কর্মসূচী। সোমবার বিকেলে ৫ম দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৮ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহণ করেছে জেলা আইনজীবী সমিতি। 

জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সর্বদলীয় স্ট্যান্ডিং কমিটি এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। নতুন কর্মসূচীর আওতায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। এসময় আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভুইয়া জানান, দাবী আদায় না হওয়ায় কর্মসূচী বাড়ানো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারীর মধ্যে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং আদালতের নাজিরকে অপসারন করার দাবী আদায় না হলে আইনজীবীদের সর্বদলীয় স্ট্যান্ডিং কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। 

এএইচ