ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

বিএসএইচআরএম-এর এজিএম ও ইজিএম অনুষ্ঠিত

বিএসএইচআরএম-এর এজিএম ও ইজিএম অনুষ্ঠিত

ছবি: গ্লোবাল টিভি

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার সংগঠনের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি এম. নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান। অনুষ্ঠানের ধারাবিবরণী লিপিবদ্ধ করেন জয়েন্ট সেক্রেটারি মো. মুত্তাকিন হাসান। 

বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সদস্যদের সম্মতিক্রমে বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের সকল কার্যক্রম স্থগিত করাসহ বিএসএইচআরএম-এর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়। 

সভায় সংগঠনের বর্তমান কার্যকরী সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। 

এএইচ