ছবি: সংগৃহীত
এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু এবং সৎ ভাইপোর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হন লিল বানুর পক্ষের দেলোয়ার হোসেন (২২) আনোয়ার হোসেন (২৫),হাজেরা বেগম (৪৫),আব্দুল আলী (৭৫)। অপর পক্ষ সৎ ভাইপো আব্দুর রাজ্জাক পক্ষের আহতরা হলেন-আব্দুর রাজ্জাক উরুফে রবিউল্লা পাঠান (৪৫),জয়তুন নেছা(৪০) আহত সবাইকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আব্দুর রাজ্জাক, জয়তুন নেছা, দেলোয়ার হোসেন ও হাজেরা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল ফুফু লিল বানু এবং সৎ ভাইপো আব্দুর রাজ্জাকের মধ্যে। সকাল ফুফু এবং সৎ ভাইপোর মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এএইচ