ছবি: গ্লোবাল টিভি
মজিবর রহমান নাহিদ, বরিশাল : সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর এবার ফুড পয়জনিংয়ে নিভে গেল বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আর টিভির বরিশাল ব্যুরো প্রধান মোহাম্মদ আলী খান জসিমের ১৯ বছর বয়সী একমাত্র ছেলে মুসাব্বির খান জারিফের প্রাণ।
এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় জারিফ। ভারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল হোসেন জানান, তিনদিন পূর্বে মাদারীপুরে বেড়াতে যায় জারিফ। সেখানে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়ে জারিফ। তাকে রবিবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আজ সোমবার জোহরবাদ নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর মুসলিম গোরস্থানে দাফন হবে।
এএইচ