ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : কামরুল

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : কামরুল

ছবি: গ্লোবাল টিভি

সজিব আহমেদ রিওন, কেরানীগঞ্জ (ঢাকা): বাংলাদেশে অনির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না, বিএনপি আবার জনদুর্ভোগ করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি। 

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই সংবিধানের কথা। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব। জনগণ ছাড়া ক্ষমতার পরিবর্তন আসবে না।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানোর সুযোগ পাবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। তারা তো আপনাদের ক্ষমতায় বসাবে না। শেখ হাসিনার সরকার এসব অযৌক্তিক তদবির শোনে না। কাজেই লাভটা কী? জনগণের কাছে আসেন। জনগণ আপনাদের আসল বন্ধু হতে পারে যদি তারা আপনাদের ভোট দেয়। কিন্তু সেই সম্ভাবনা নাই।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, আবু সিদ্দিক, ডাক্তার ইখতিয়ার আহমেদ শাওন, নাসিম হোসেন অপু, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সদস্য ডা. হাবিব, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
এএইচ