ছবি: গ্লোবাল টিভি
সোহেল রানা বাবু, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের ১ সপ্তাহ পর মৎস্য ঘের থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। গত ২২/০১/২০২৩ তারিখ সন্ধ্যার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সে।
রবিবার বেলা ১২টার সময় ফকিরহাট থানাধীন ১ নং বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের পতিত অধিকারীর মাছের ঘেরের মধ্যে মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফকিরহাট থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত তরুণ কলেজে পড়াশোনার পাশাপাশি একটি মাছের আড়তে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আলিমুজ্জামান।
এএইচ