ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি বলে, আওয়ামী লীগ নাকি পালানোর পথ পাবে না। আমি প্রশ্ন করতে চাই, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে।’
আজ রবিবার বিকালে রাজশাহীর মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর সেই নৌকার ওপর এত ক্ষোভ কেন?
এই জনসভায় শেখ হাসিনা প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সকাল থেকেই মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা যায়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দিয়েছেন।
বিটিভির মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসভা লাইভ প্রচার করেছে গ্লোবাল টেলিভিশন।
এএইচ