ফাইল ছবি
তাকে বলা হয় ভারতের দ্বিতীয় লতা মঙ্গেশকর। একের পর এক হিট গান দিয়ে ভারতের সুরের সম্রাজ্ঞী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন কোকিলকন্ঠী অলকা ইয়াগনিক। কণ্ঠ দিয়েছেন প্রায় ২১ হাজার গানে! তার নামের পাশে দুটি জাতীয় পুরস্কার সহ রয়েছে অসংখ্য পুরস্কার।
এবার গুণি এই শিল্পী স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। সর্বাধিক জনপ্রিয় অনলাইন মাধ্যম ইউটিউবে অলকাই এখন শীর্ষে। গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড অনুসারে, ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবে সবচেয়ে বেশি স্ট্রিম করা শিল্পী ছিলেন অলকা ইয়াগনিক। গত বছর তার স্ট্রীম ছিল ১৫.৩ বিলিয়ন। প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার ইউটিউবে শোনা হয়েছে অলকার গান! ইউটিউবে তিনি ব্যাড বানিকে (পুয়ের্তো রিকো) পেছেনে ফেলে দিয়েছেন যার ১৪.৭ মিলিয়ন স্ট্রিম ছিল। শুধু তাই নয় ২০২০ এবং ২০২১ সালেও বলিউড গায়িকার সর্বাধিক সংখ্যক স্ট্রিম ছিল। ২০২০ সালে ১৬.৬ বিলিয়ন ও ২০২১ সালে ১৭.৭ বিলিয়ন সংখ্যক শোনা হয়েছে অলকার গান।
রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’ এবং ‘ব্ল্যাকপিঙ্ক’-এর মতো মিউজিক্যাল জায়ান্টদের পেছনে ফেলে তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছেন অলকা ইয়াগনিক। বিটিএসের স্ট্রিম সংখ্যা ৭.৯৫বিলিয়ন এবং ব্ল্যাকপিংক এর ৭.০৩ বিলিয়ন স্ট্রিম রয়েছে। এছাড়াও পশ্চিমা সঙ্গীত জগত থেকে ১৩তম স্থানে ‘দ্য উইকেন্ড’, যাদের স্ট্রিম ৫.৭ বিলিয়ন এবং টেলর সুইফট রয়েছেন ২৬ নম্বারে, যার গান শোনা হয়েছে ৪.৪৪ বিলিয়ন বার।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।
এএইচ