ফাইল ছবি
এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ছাতকে সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন সায়েম আহমদ (২৮) এক যুবকের। তিনি শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র। শনিবার সন্ধ্যায় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বেপরোয়া ভাবে দু'টি পিক-আপ ভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়েন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন।
এলাকার লোকজন সুরমা ব্রিজের টোল প্লাজায় পিক-আপ ভ্যান দুইটি আটক করেছেন। একজন চালক পালিয়ে গেছে। একটি পিক-আপে ভ্যানের চালক মোবারক হোসেন তানভীরকে পুলিশ আটক করেছে। মোবারক দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের জলসী গ্রামের আব্দুল ওদুদের পুত্র।
এএইচ